বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নতুন সংস্করণের কম দামি আইপ্যাড এনেছে অ্যাপল। আইপ্যাডটির নাম ‘দ্য আইপ্যাড’। দাম শুরু হয়েছে ৪৪৯ ডলার থেকে। ডিসপ্লের আকার ১০.৯ ইঞ্চি, রেজুলেশন ২৩৬০ বাই ১৬৪০ পিক্সেল।
‘এ১৪’ বায়োনিক চিপ সম্বলিত আইপ্যাডটি পাওয়া যাবে ৪টি রঙে। এটি সাপোর্ট করবে প্রথম প্রজন্মের অ্যাপল পেন্সিল। আলাদাভাবে ম্যাজিক কিবোর্ড যুক্ত করতে চাইলে খরচ করতে হবে ২৪০ ডলার।
কমদামির পাশাপাশি দামি আইপ্যাডও এনেছে অ্যাপল। নতুন আপডেটেট ‘মি২ আইপ্যাড প্রো’ পাওয়া যাবে ১২.৯ ইঞ্চি ও ১১ ইঞ্চি সংস্করণে। আইপ্যাড প্রোতে আছে ‘এম২’ প্রসেসর। অ্যাপল জানিয়েছে, নতুন প্রসেসরটির কারণে গ্রাফিক্স পারফরমেন্সের গতি বাড়বে ৩৫ শতাংশ। আর এটি সাপোর্ট করবে দ্বিতীয় প্রজন্মের অ্যাপল পেন্সিল। অপারেটিং সিস্টেমে থাকবে ‘আইপ্যাডওএস ১৬’। ১১ ইঞ্চির ওয়াইফাই মডেলের দাম ৭৯৯ ডলার, এলটিই মডেলের দাম ৯৯৯ ডলার। ১২.৯ ইঞ্চির ওয়াইফাই মডেলের দাম ১০৯৯ ডলার, এলটিই মডেলের দাম ১২৯৯ ডলার।
ডিভাইসগুলোর প্রি অর্ডার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বাজারে আসবে ২৬ অক্টোবর। এছাড়াও, ‘এ১৫’ বায়োনিক প্রসেসর ও সিরি সম্বলিত ফোরকে টিভি এনেছে অ্যাপল। দাম শুরু হয়েছে ১২৯ ডলার থেকে। বাজারে আসবে ৪ নভেম্বর।
সূত্র : টেক ক্রাঞ্চ ও জিএসএমএরিনা
Samsung’র ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারিসহ যত চমক নিয়ে আসছে iQoo Neo 7
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।