বাজারে নতুন আলুর কেজি ২০০ টাকা

আলু

জুমবাংলা ডেস্ক: নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। খুচরা পর্যায়ে লাল আলু প্রতি কেজি ২০০ টাকা ও সাদা আলু ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও ক্রেতারা সাধ্যমত আলু কিনছেন। অন্যদিকে পুরনো আলু ৩০ থেকে ৩৫ টাকা দরেই পাওয়া যাচ্ছে।

শুক্রবার খুচরা বাজারগুলোতে গিয়ে দেখা যায়, কয়েকটি দোকানে নতুন আলু বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় আলু কম তুলেছেন বিক্রেতারা। দাম বেশির কারণে বিক্রিও কম। কেউ কেউ এক কেজি বা আধা কেজি কিনছেন। তবে কেউ ১ কেজি নিলে ১০ টাকা কম রাখছেন কোনো কোনো ব্যবসায়ী। এছাড়াও নতুন আলুর পাশাপাশি বাজার ভরপুর শীতকালীন সবজিতে।
আলু
পৌর বাজারের পাইকারী ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, শীতকালীন সবজিতে বাজার ভরপুর। তার মাঝে আলুও উঠতে শুরু করেছে। লাল আলু সরাসরি কৃষকদের কাছে থেকে ১২০-১৩০ টাকা কেজি দরে ও সাদা আলু ৫০-৬০ টাকা কেজি দরে কিনে সমান্য লাভে বিক্রি করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আবু হোসেন বলেন, বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন। চলতি মৌসুমে আলুর ভালো ফলন হয়েছে। তেমন কোন রোগ বালাই এবার নেই। মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। জেলায় ২ হাজার হেক্টর জমিতে নতুন আলুর আবাদ হয়েছে। বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি পেলে দাম কমে যাবে।

মাটিরাঙ্গায় পাহাড়ি টিলায় কলা চাষে সফল চাষি