বাজারে নতুন স্মার্টওয়াচ NoiseFit Crew, একবার চার্জ দিলেই চলবে ৭ দিন

নতুন স্মার্টওয়াচ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের বাজারে এসেছে নয়েজ কোম্পানির নতুন স্মার্টওয়াচ NoiseFit Crew। তথ্য সূত্রে জানা গেছে, এই স্মার্টওয়াচের দাম ভারতীয় মুদ্রায় ১৪৯৯ টাকা।

নয়েজ কোম্পানির এই নতুন স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার।একটি ১.৩৮ ইঞ্চির স্ক্রিন রয়েছে স্ক্রিন রয়েছে এই স্মার্টওয়াচে। একাধিক হেলথ ফিচারের সঙ্গে রয়েছে বিভিন্ন ফিটনেস ট্র্যাকার এবং কাস্টোমাইজ করা যাবে এমন ফিচার। নয়েজ সংস্থার অফিশিয়াল অনলাইন স্টোরের পাশাপাশি ফ্লিপকার্ট থেকেও এই স্মার্টওয়াচ কেনা যাবে। কালো, নীল, ধূসর, সবুজ এবং গোলাপি রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে।
নতুন স্মার্টওয়াচ
NoiseFit Crew স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এর সঙ্গে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। একটি ১.৩৮ ইঞ্চির গোলাকার ডায়াল রয়েছে এই স্মার্টওয়াচে।

নয়েজের এই নতুন স্মার্টওয়াচ একটি ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। নয়েজ ফিট অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে এই স্মার্টওয়াচে। আইওএস এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অনায়াসে এই অ্যাপ যুক্ত করা যাবে।

এই স্মার্টওয়াচে রয়েছে স্টেপ ট্র্যাকিং ফিচার। এছাড়াও হার্ট রেট এবং SpO2 মনিটরিং ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে। এর সঙ্গে রয়েছে স্লিপ ট্র্যাকিং ফিচার। ১০০-র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। আর রয়েছে ১০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত এই স্মার্টওয়াচে চার্জ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: abplive

ফেসবুকের যে সুবিধা পেতে মাসে লাগবে ১ হাজার ২৫০ টাকা!