বাজারে প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের প্রথম ক্রুজার ইলেকট্রিক মোটরসাইকেলটি এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে। নতুন এ বাইকের নাম কোমাকি রেঞ্জার (Komaki Ranger)। লাল, নীল ও কালো রঙে পাওয়া যাবে Komaki Ranger। গত ২৬ জানুয়ারি থেকে কোম্পানির ডিলাররা বাইকটি বিক্রি শুরু করেছে।

বাইকটির দাম শুরু হয়েছে এক লাখ ৬৮ হাজার রুপি থেকে। বাইকটিতে আছে বড় চাকা ও ক্রোম এক্সটেরিয়র। অন্য ক্রজার মোটরসাইকেলের মতোই ডিজাইন। ব্যবহার হয়েছে চওড়া হ্যান্ডেলবার, শাইনি ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে ক্রোম ফিনিশ। এছাড়াও ফুয়েল ট্যাঙ্কের উপরেও ক্রোম ফিনিশ ব্যবহার হয়েছে।

এই মোটরসাইকেলে পিলিয়ন সিটের থেকে কিছুটা নিচে রাখা হয়েছে রাইডার সিট। ফলে ড্রাইভিং আরামদায়ক হবে। পিছনে থাকছে হার্ড প্যেনিয়ার।

বাইকটিকে আছে একিটি ৪০০০ ওয়াট মোটর। সঙ্গে রয়েছে ৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক। বলা হয়েছে, একবার চার্জ দিলে ১৮০ থেকে ২২০ কিলোমিটার চলবে এ বাইক

ফিচার আছে ব্লুটুথ সাউন্ড সিস্টেম, সাইড স্ট্যান্ড সেন্সর, ক্রুজ কন্ট্রোল ফিচার, অ্যান্টি থেফট লক ও ডুয়াল স্টোরেজ বক্স।

সস্তায় বাজারে আসছে রয়েল এনফিল্ডের নতুন মডেলের বাইক