Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাজারে বেড়েই চলেছে মাছ-মাংস ও ইলিশের দাম
    অর্থনীতি-ব্যবসা জাতীয়

    বাজারে বেড়েই চলেছে মাছ-মাংস ও ইলিশের দাম

    জুমবাংলা নিউজ ডেস্কAugust 27, 2022Updated:August 27, 20225 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বাজারের উত্তাপ যেন কমছেই না। ভোজ্যতেলের দাম ফের বেড়েছে। চিনির কেজি একশ টাকা। চাল-ডালের দামও বেশি। গরুর গোশতের কেজি ৭শ’ টাকা ছাড়িয়ে গেছে। জাতীয় মাছ ইলিশ সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। প্রতিটি মাছের দাম বেশি। সাধারণ মানুষ দেশি মাছ ক্রয় করতে না পারায় চাষের মাছের প্রতি বেশি আগ্রহী হন। সে মাছের দামও বেড়ে গেছে। কর্মজীবী ও পেশাজীবী মানুষ শুক্রবার সাপ্তাহিক বাজার করে থাকেন। গতকাল রাজধানীর একাধিক বাজারে গিয়ে দেখা গেছে পণ্যেমূল্য এখনো ঊর্ধ্বমুখী। মরিচ, পেঁপেসহ দু’একটি সবজির দাম কমলেও অন্যান্য প্রায় সব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে।

    বাজারে বেড়েই চলেছে মাছ-মাংস ও ইলিশের দাম

    যাত্রাবাড়ি, শনির আখড়া, ক্যাপ্তান বাজার, বসুন্ধরা আবাসিক এলাকার কাঁচাবাজার ঘুরে মাছ বিক্রিতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিশ মাছের গ্রাহক খুবই কম। অন্যান্য মাছের দাম ইদানিং বেশি হওয়ায় আগের চেয়ে বিক্রি কমে গেছে। একজন মাছ বিক্রেতা বলেন, বিক্রি কম হচ্ছে। আগে যে মানুষ এক দেড় কেজি কই মাছ কিনতেন তিনি এখন আধা কেজি মাছ কিনেন। যেই ক্রেতা আগে বড় পাঙাশ মাছ কিনতো তিনি এখন কম দামের ছোট পাঙাশ খোঁজেন। এভাবে আগের চেয়ে ক্রেতা কমেছে খুচরা বাজারে। দামের কারণে দেশি মাছের বিক্রি আরো কম।

    শুক্রবার একাধিক বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় বাজারে বেড়েছে গরু ও মুরগির গোশতের দাম। এক কেজি গরুর গোশত বাজার ভেদে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা দরে। যা, গত সপ্তাহে ছিল ৬৮০ টাকা। অন্যদিকে ২০ টাকা বেড়ে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বাড়ায় গোশতের দাম বেড়েছে। গোশতের বাজারের এমন অস্থিতিশীলতায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা নিজদের ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে গরুর গোশত কীভাবে ৭৫০ টাকা হয়ে যায়? সাধারণ মানুষের কাছে গোশত এখন আভিজাত্যের খাবারে পরিণত হয়েছে।

       

    শনির আখড়ায় বাজার করতে আসা ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, বাজারে আসলেই মাথা ঠিক থাকে না। কোনোদিন শুনি না যে আজ এই জিনিসটার দাম কমেছে। গত সপ্তাহে ফার্মের মুরগি কিনেছি ১৬০ টাকা কেজি। এখন দেখি ১৮০ টাকা। গরুর গোশত ৭০০ থেকে ৭৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমরা না হয় কোনোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারছি। কিন্তু গরিব মানুষ তো এক পর্যায়ে না খেয়ে মরতে হবে। এভাবে পরিবার-সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।

    ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম সাপ্তাহিক বাজার করতে এসেছেন যাত্রাবাড়ি কাঁচাবাজারে। তিনি বলেন, গোশত দাম আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। অনেকেই হয়তো কিনতে পারছেন। কিন্তু দেশের মধ্য ও নিম্ন আয়ের মানুষের কাছে গরুর গোশত যেন স্বপ্ন হয়ে যাচ্ছে।

    ব্যবসায়ী ও ক্রেতারা জানান, গত ঈদের পর থেকে হঠাৎ করে বেড়ে যাওয়া গোশত ও মাছের দাম আর কমেনি। দাম বেশি হওয়ায় সুস্বাদু দেশি মাছ ও নদীর মাছের ক্রেতা অনেক আগেই কমে গেছে। নিম্ন আয়ের মানুষের চাহিদার শীর্ষে থাকা চাষের (হাইব্রীড) তেলাপিয়া, পাঙাশ আর চাষের কই মাছের দামও বেড়েছে অনেক। যে কই মাছ কিছু দিন আগেও ১৬০ থেকে ১৮০ টাকা কেজি ছিল এখন তা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছে, মাছের খাবারের দাম বেশি সেই সঙ্গে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। এসব কারণে মাছের দাম বাড়তি যাচ্ছে ফলে ক্রেতাও আগের চেয়ে কমেছে অনেক।

    বসুন্ধরার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, চাষের কই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকায়, রুই মাছ ৩২০ থেকে ৪০০ টাকায়, শিং মাছ আকার ভেদে ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের বিক্রি কম হলেও যারা কিনছেন তারা ইলিশ ছোট সাইজের (জাটকা) ৮০০ টাকা, মাঝারি ১০০০ থেকে ১২০০ টাকা এবং বড় সাইজেরগুলো ১৬০০ থেকে ১৮০০ টাকা কেজি কিনছেন।

    অন্যদিকে বড় কাতল মাছ ৩৮০ থেকে ৪৫০ টাকা কেজি, বড় পাঙ্গাশ ২২০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ১০৫০ টাকা, চাষের পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, ট্যাংড়া ৭০০ থেকে ৮০০ টাকা, শোল মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৬০০ টাকা, আইড় মাছ ৬০০ থেকে ৭০০ টাকা, বোয়াল প্রতি কেজি ৬০০ থেকে ৭০০ টাকা আর মাগুর ৬০০ থেকে ৬৫০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।

    রাজধানীর ফকিরাপুলের স্থানীয় খুচরা মাছ বাজারে মাছ কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আহমদ আহমেদ বলেন, প্রতিটি মাছের দাম বাড়তি, যেই মাছেরই দাম করি সেটারই ঊর্ধ্বগতি। সাধারণ মানুষের পাঙ্গাশ, তেলাপিয়া, চাষের কই মাছের দাম আগে তুলনামূলক কম ছিল; এখন সেইসব মাছেরও দাম বেড়েছে অনেক। যা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দামের কারণে ভালো মাছ তো শখ করেও কিনতে পারি না। এখন এসব কম দামের মাছের দামও বেড়ে গেছে। আগে এক কেজি কই মাছ কিনেছি এখন দাম বাড়তির কারণে আধা কেজি কিনে নিয়ে যাই। আবার বাজারে গেলে ছোট পাঙ্গাস খুঁজে নেই। এছাড়া আমার মতো অনেকে বাজারে এসে মাছ কিনতে না পেরে সবজি, ডিম কিনে বাড়ি ফিরে। বাজার ঘুরে দেখা যায় মাছের বাজারে সাধারণ নিম্ন আয়ের ক্রেতার সংখ্যা কমে গেছে, বাড়তি দামের কারণে তারা অনেকেই মাছ কিনতে পারে না।

    ধানমন্ডির নিউ মার্কেট কাঁচাবাজারের মাছ বিক্রেতা হোসেন আলী বলেন, বাজারে মাছের দাম বাড়তি থাকায় ক্রেতা কমে গেছে। আগে যদি সারাদিনে যেখানে ৪০/৫০ কেজি কই মাছ বিক্রি করেছি সেখানে এখন সেই পরিমাণ অনেক কমে গেছে। বাজারে আগে সবচেয়ে বেশি বিক্রি হত তেলাপিয়া, পাঙাশ, চাষের কই, রুই মাছ। সেগুলো এখন আগের মতো তেমন বেশি বিক্রি হচ্ছে না। মানুষ বাড়তি দামে মাছ কেনা কমিয়ে দিয়েছে, ক্রেতাও কমেছে আগের চেয়ে।

    আলু, পটল কেনার মতোই কেজি দরে বিক্রি হচ্ছে টাকা!

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা ইলিশের চলেছে জাতীয় দাম, প্রভা বাজারে বেড়েই মাছ-মাংস
    Related Posts
    Police

    পুলিশের বড় পদে রদবদল

    September 15, 2025
    Nirbachon

    শুরু হলো নির্বাচনের সরঞ্জাম কেনাকাটা ও সরবরাহ

    September 15, 2025
    বিজিবির জরুরি বার্তা

    অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির জরুরি বার্তা

    September 15, 2025
    সর্বশেষ খবর
    Mars rover discovery

    NASA’s Mars Rover Makes Groundbreaking Discovery in Search for Ancient Life

    Erin Doherty Emmy

    Erin Doherty Wins Emmy for “Adolescence” in Emotional Speech

    Malcolm-Jamal Warner Emmys

    Phylicia Rashad’s Moving Emmys Tribute Honors Malcolm-Jamal Warner

    2025 Emmy Awards

    Jenna Ortega’s Emmys Dress and Owen Cooper’s Historic Win

    FC 26 Cornerstones

    EA FC 26 Cornerstones Promo: Details and Start Date

    Adolescence Emmy wins

    Owen Cooper Becomes Youngest Emmy Winner in 2025 Ceremony

    Snapdragon 8 Elite Gen 5

    Qualcomm’s Unusual Naming Strategy for Galaxy S26 Chip

    Sam Flynn in Tron Ares

    Is Sam Flynn in Tron Ares? Answered

    Snapdragon 8 Elite Gen 5

    Qualcomm Confirms Snapdragon 8 Gen 5 Name, Explains Shift

    Peacemaker Season 2

    Peacemaker Season 2 Alien Identity Revealed

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.