বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের বাজারে রেডমি ১০-এর নতুন সংস্করণ উন্মোচন করেছে শাওমি। মিডরেঞ্জের গ্রাহকদের কথা মাথায় রেখে ডিভাইসটিতে উন্নত ডিসপ্লে, ক্যামেরা ও হেলিও সিরিজের প্রসেসর দেয়া হয়েছে। রেডমি ১০ ২০২২ নামে এটি বাজারজাত করা হচ্ছে।
নতুন স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫ ইঞ্চির পাঞ্চহোল ফুল এইচডিপ্লাস রেজল্যুশনের ডিসপ্লে রয়েছে। যার পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই ও রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষায় গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। রেডমি ১০ ২০২২ ভার্সনে মিডিয়াটেকের হেলিও জি৮৮ চিপসেট ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ ও এমআইইউআই ১২.৫ দেয়া হয়েছে। স্টোরেজের দিক থেকে স্মার্টফোনে ৪ জিবি এলপিডিডিআরফোরএক্স র্যাম ও সর্বোচ্চ ১২৮ জিবি ইএমএমসি স্টোরেজ ব্যবহারের সুবিধা দেয়া হয়েছে।
স্মার্টফোনটির সম্মুখে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেয়া হয়েছে। রিয়ারে প্রথমেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এরপর ১২০ ডিগ্রির ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং সবশেষে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেয়া হয়েছে। ব্যাকআপের জন্য রেডমি ১০-এর নতুন সংস্করণে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৯ ওয়াটের রিভার্স চার্জিং প্রযুক্তি দেয়া হয়েছে। তবে স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে ২২.৫ ওয়াটের চার্জার দেয়া হয়েছে। স্মার্টফোনের নিরাপত্তায় ফেস আনলক, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। এর ওজন ১৮১ গ্রাম।
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান উৎপাদিত নতুন স্মার্টফোনটিতে ফোরজি ভিওএলটিই, ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ভার্সন ৫.১, জিপিএস, এনএফসি, ইনফ্রারেড ব্লাস্টার, একটি ইউএসবি-সি পোর্ট, ডুয়ারন স্পিকার, একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং পানি প্রতিরোধী কোটিং দেয়া হয়েছে। বৈশিষ্ট্য ও ফিচারের দিক থেকে স্মার্টফোনটি ২০২১ সালের আগস্টে বাজারজাতকৃত রেডমি ১০-এর মতো।
নতুন স্মার্টফোনটির দামের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে বাজারে কার্বন গ্রে, পেবল হোয়াইট ও সি ব্লু রঙে স্মার্টফোনটি কেনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।