বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আধুনিক প্রযুক্তির এই দুনিয়ার খোঁজখবর যারা রাখেন, সবার কাছেই একই সঙ্গে বুদ্ধিদীপ্ত এবং পাগলাটে স্বভাবের জন্য পরিচিত এলন মাস্ক। কোনো কিছুর রোখ একবার চেপে বসলে মাস্ক যে তার শেষ দেখে ছাড়েন, তার এ বৈশিষ্ট্যের প্রমাণও দিয়েছেন বহুবার। ইতোমধ্যে বিশ্ববাজারে জায়গা দখল করে নিয়েছে টেসলার গাড়ি। অন্যতম শীর্ষ ধনী মাস্ক এবার টেসলা থেকে বাজারে আসছে হেডফোন, স্পিকারসহ বিভিন্ন অডিও পণ্য।
ইতোমধ্যে বৈদ্যুতিক গাড়িতে বিপ্লব আনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সীমিত এডিশনের পণ্য এনেছে টেসলা। এর মধ্যে রয়েছে টেকিলা, টি-শার্ট, অন্তর্বাসসহ বিভিন্ন পণ্য।
সম্প্রতি ইলোন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি জানায়, তারা হেডফোন, স্পিকারসহ বিভিন্ন অডিও পণ্য আনতে যাচ্ছে।
দি ইলেকট্রেকের এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহ দুয়েক আগে নতুন ক্যাটাগরির ওই পণ্যগুলোর ট্রেডমার্কের আবেদন করেছে টেসলা। তথ্য সূত্র: গ্যাজেটস নাউ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।