বিনোদন ডেস্ক: চার বছর পর ঈদে মুক্তি পেল বলিউড ‘ভাইজান’ সালমান খানের কোনো সিনেমা। তাই প্রত্যাশা ছিল বিশাল। কিন্তু ‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রথম দিনের বক্স অফিস সংগ্রহে অনেকেই হতাশা প্রকাশ করেছিলেন। তবে দ্বিতীয় দিন থেকে বদলাতে শুরু করেছে সেই চিত্র।
২১ এপ্রিল মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির দিন শুক্রবার সিনেমাটি আয় করে ১৫ কোটি ৮১ লাখ রুপি। প্রথম দিনে বিশেষ লাভ করতে পারেনি সিনেমাটি। এমনকি রিভিউও তেমন ভাল পায়নি। তা সত্ত্বেও দ্বিতীয় দিনে এক লাফে বেড়েছে আয়। খুশির ঈদে দলে দলে সিনেমা হল ভরিয়ে দিয়েছেন সালমান অনুরাগীরা।
চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘কিসি কা ভাই কিসি কি জান’। সালমানের শেষ মুক্তি প্রাপ্ত দুই সিনেমা ‘রাধে’ এবং ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। তাই এই সিনেমার বক্স অফিস ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন অভিনেতা।
তবে ঈদের বক্স অফিস নম্বর দেখে খানিকটা স্বস্তিতে সালমান। শনিবার ২৫ কোটি ৭৫ লাখ রুপির ব্যবসা করেছে সিনেমাটি। প্রথম ২ দিনে মোট ৪১ কোটি ৫৬ লাখ রুপি আয় করে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এর জেরেই ভক্তদের-অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভোলেননি ‘ভাইজান’।
টুইটারে নিজের একটি ছবি শেয়ার করে নায়ক লেখেন, ‘সবাইকে ধন্যবাদ, ভালোবাসা আর সমর্থনের জন্য। মন থেকে কৃতজ্ঞ।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রথমদিনের তুলনায় সিনেমার কালেকশন একলাফে ৬২ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে দ্বিতীয় দিন। দেশের নানান প্রান্তে রোববারও সিনেমার বহু শো হাউসফুল। প্রাথমিক রিপোর্ট বলছে, তৃতীয় দিনেও সিনেমার কালেকশন রয়েছে ২৫-২৭ কোটির আশেপাশে। এর ফলে প্রথম তিন দিনে আয় দাঁড়াল ৬৭-৬৯ কোটি রুপি।
সালমানের এই সিনেমা ভারতের ৪ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। সব মিলিয়ে শো সংখ্যা প্রায় ১৬ হাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।