অনেকের রুটি-রোজকার এর জন্য ক্যামেরার মাধ্যমে ফটোগ্রাফিকে ও ভিডিওগ্রাফিকে বেছে নেওয়া হয়। অনেকে শখের বশে ফটোগ্রাফি করে থাকেন। আপনি যেনো নিজের বাজেট ও প্রয়োজন অনুযায়ী ক্যামেরা ক্রয় করতে পারেন তার জন্য ৫টি দুর্দান্ত ক্যামেরার বিবরণ আজ দেওয়া হবে।
Olympus OM-D E-M10 Mark IV
ফটোগ্রাফির জন্য বাজেট ক্যামেরা খুজে থাকলে এটি আপনার জন্য উপযুক্ত হবে। ক্যামেরাটি লো-লাইট ফটোগ্রাফির জন্য অনেক ভালো হবে। মার্কেটে ভালো দামে ক্যামেরাটি পাওয়া যাচ্ছে। দাম অনুযায়ী ডিভাইসটির পারফর্মন্যান্স চোখে পড়ার মত। ফটোগ্রাফির মাধ্যমে নিজের স্কিল বৃদ্ধি করার জন্য ক্যামেরাটি সাহায্য করবে।
Fujifilm X100V
এ ডিভাইসটি আপনার বাজেটের মধ্যে অন্যতম সেরা পয়েন্ট ও শ্যুট ক্যামেরা হতে পারে। এটি একটি কম্প্যাক্ট ডিভাইস ও ২৬ মেগাপিক্সেল এপিএস-সি সেন্সর রয়েছে। আকারে ছোট ও ওজনে হালকা হওয়ায় ক্যামেরাটি ট্রাভেলারদের জন্য বেশ উপযুক্ত হবে। তবে ক্যামেরাটির ইমেজ কোয়ালিটি আরও ভালো হতে পারত।
Canon EOS R6
Canon EOS R6 ক্যামেরাটি অধিকাংশ ব্যবহারকারীদের জন্য উপযুক্ত হবে। ফুল ফ্রেম সেন্সর বিশিষ্ট ক্যামেরা এটি। ডিভাইসটির রেজুলেশন হচ্ছে ২০ মেগাপিক্সেল। ডিভাইসটির ওজন হচ্ছে ১.৫ পাউন্ড। অ্যাডভান্স লেভেলের ভিডিও ফিচার এ ক্যামেরাতে দেওয়া হয়েছে। সোনির ডিভাইটির ইমেজ কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে। এদের বিল্ড কোয়ালিটি বেশ টেকসই।
Sony A7 III
মিড-রেঞ্জ বাজেটের ক্যামেরার মধ্যে এটিই বর্তমানে সবথেকে সেরা হবে। এ ক্যামেরাটির ভ্লগিং ক্যাপাবিলিটি চোখে পড়ার মত। অটোফোকাস সিস্টেম, 10 FPS burst shooting, টেকসই ব্যাটারি ইত্যাদি ফিচার এ ডিভাইসে পেয়ে যাবেন। সনির নতুন মেনু সিস্টেম এখানে যোগ করা হয়েছে।
Nikon Z 50
Landscape ফটোগ্রাফি, স্পোর্টস ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য এ ক্যামেরাটি দুর্দান্ত কাজ করে। এ ক্যামেরায় এপিএস-সি সেন্সর ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটির ডেপথ অফ ফিল্ড ও লো লাইট ফটোগ্রাফির সক্ষমতা প্রশংসার দাবি রাখে। ডিভাইসটি হাই কোয়ালিটির ইমেজ তুলতে সক্ষম।