Vivo Y35 স্মার্টফোনটি সেপ্টেম্বরের ৯ তারিখে বিশ্বব্যাপী উন্মোচন করা হয়। Y সিরিজের এ স্মার্টফোন মাঝারি বাজেটের ক্রেতাদের ক্রয়সীমার মধ্যেই আছে ও বেশ কিছু জায়গায় অবাক করার মত উন্নতি করেছে। ভিভো চায় হাই-এন্ড স্পেসিফিকেশনের মোবাইল মাঝারি বাজেটের ক্রেতাদের ক্রয়সীমার মধ্যেই থাকুক।
ভিভোর এ স্মার্টফোনে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলোজি ব্যবহার করা হয়েছে। একটি বাজেট স্মার্টফোনে এরকম ফিচার পাওয়া বর্তমান বাজারে কষ্টসাধ্য। শক্তিশালী ৫০০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে।
ভিভোর ডিভাইসটি দিয়ে আপনি টানা ১৪ ঘন্টা মিউজিক উপভোগ করতে পারবেন ও ৭ ঘন্টার মত গেমস খেলতে পারবেন। একবার চার্জ হয়ে গেলে পুরো ২৪ ঘন্টা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ডিভাইসটি। হ্যান্ডসেটটিতে শূন্য থেকে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ হতে ৩০-৩৪ মিনিট সময় যথেষ্ট।
Vivo Y35 স্মার্টফোনে ৮ জিবি র্যাম ও ৮ জিবি Extended র্যাম এর ফিচার দেওয়া হয়েছে। Extended Ram টেকনোলোজির কারণে ভিভোর হ্যান্ডসেটটিতে মাল্টিটাস্কিং এ অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ২৫৬ জিবির বিশাল স্টোরেজ পেয়ে যাবেন এবং এটি ১ টেরাবাইট পর্যান্ত অনায়াসে বাড়িয়ে নিতে পারবেন।
Snapdragon 680 প্রসেসর স্মার্টফোনটির চিপসেট হিসেবে কাজ করবে। এটি গ্রাফিকস কার্ডের সক্ষমতা ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে। হ্যান্ডসেটটিতে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ১০৮০পি রেজুলেশনের সাথে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট।
পেছনে ৩টি ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে যার আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষমতা আছে। ভিভোর এ ডিভাইসে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরায় বিউটি মোডের ফিচার রয়েছে ও রাতের বেলায় স্পষ্ট ছবি আসে।
ভিভোর এ স্মার্টফোনটির দাম ২২ হাজার টাকা ও ১৮ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।