জুমবাংলা ডেস্ক : এবারের বাজেটে (২০২৪-২৫) ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানি আরও বাড়ানো হবে। এ ক্ষেত্রে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা পাবেন আমদানিকারকরা।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নতুন অর্থবছরের প্রস্তাবিত এ বাজেট পেশ করেন।
ক্যানসারের ওষুধ তৈরিতে ব্যবহৃত শুল্কমুক্ত আমদানি করা কাঁচামালের তালিকায় নতুন করে আরও নাম যুক্ত হচ্ছে। জানা যায়, অ্যাবিরাটেরন, অ্যাবেমাসিক্লিব, ক্যাপেসিটাবাইন, ট্যালাজোপারিব, নিরাপারিব, ফ্রুকুইবটিনিব ইত্যাদি নতুন করে এ তালিকায় যুক্ত হতে পারে।
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেন, ‘ক্যানসার রোগীদের চিকিৎসা আরও সুলভ করতে ব্যবহৃত ওষুধ প্রস্তুতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় নতুন কাঁচামাল অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি।’
এ ছাড়া এ বাজেটে বরাদ্দ বেড়েছে দেশের স্বাস্থ্য খাতে। প্রস্তাবিত বাজেটে বলা হয়, স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখার জন্য আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা। সে হিসাবে এ অর্থবছরে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে ৩ হাজার ৩৫৬ কোটি টাকা।
জাতীয় সংসদে ‘সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ শীর্ষক বাজেট প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এ বাজেটের আকার ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা, যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।