বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বেশ কিছুদিন আগে বাংলাদেশসহ ভারতের বাজারে এসেছে বেশ কিছু 5G ফোন। কিন্তু কী করে জানবেন বাজারচলতি ফোনগুলির মধ্যে সেরা ফোন কোনগুলি? কোন কোন 5G স্মার্ট ফোন পাবেন আপনার সাধ এবং সাধ্যের মধ্যে? আসুন, দেখে নেওয়া যাক বাজারের সেরা পাঁচটি 5G ফোন এর বিস্তারিত।
Redmi Note 12 5G
ভারতের সদ্যই লঞ্চ হয়েছে Xiaomi সংস্থার এই 5G স্মার্টফোনটি। 6.67 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে পাচ্ছেন এই ফোনে, যা আবার 120 Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। Octa core Snapdragon চতুর্থ জেনারেশনের প্রসেসর-যুক্ত এই ফোনটিতে রয়েছে 4GB + 128GB স্টোরেজ। তার সঙ্গেই পাচ্ছেন 48 MP + 8 MP + 2 MP ট্রিপল ক্যামেরা। 13 MP-র সেলফি ক্যামেরা তো রয়েইছে। ফাস্ট চার্জিংয়ের সুবিধাযুক্ত 5000 mAh ব্যাটারি তো রয়েইছে। যা আপনাকে দেবে দীর্ঘক্ষণের ব্যাটারি ব্যাকআপ। আর এ সমস্তটাই আপনি পেয়ে যাচ্ছেন ভারতীয় মুদ্রায় মাত্র 17,999 টাকায়।
Realme 10 Pro 5G
Octa core Snapdragon 695 প্রসেসরযুক্ত এই ফোনটিতে রয়েছে 6 GB + 128GB স্টোরেজ। 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত LCD স্ক্রিন। 108 MP + 2 MP ডুয়াল ক্যামেরা ও 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 5000 mAh ব্যাটারি, যা আবার সুপার VOOC চার্জ সাপোর্ট করবে। Realme-র এই ফিচারপ্যাকড 5G ফোনটি আপনি পাবেন ভারতীয় মুদ্রায় 18,999 টাকায়।
OnePlus Nord CE 2 Lite 5G
Snapdragon 695 প্রসেসর যুক্ত এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6GB + 128GB স্টোরেজ। রয়েছে 120 Hz রিফ্রেশ রেট যুক্ত 6.59 ইঞ্চির LCD ডিসপ্লে। 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গেই রয়েছে 64 MP + 2 MP + 2 MP রিয়ার ক্যামেরা। Oneplus-এর এই মডেলটিতেও রয়েছে সুপার VOOC চার্জিংয়ের সাপোর্টযুক্ত 5000 mAh ব্যাটারি। ভারতীয় মুদ্রায় 18,999 টাকায় পেয়ে যাচ্ছেন এই হাইফাই 5G ফোনটি।
Redmi Note 11 Pro Plus 5G
Redmi Note 11 Pro Plus ফোনটিতেও রয়েছে Octa core Snapdragon 695 প্রসেসর। 6GB + 128GB স্টোরেজ ক্ষমতাযুক্ত এই স্মার্টফোনে রয়েছে 108 MP + 8 MP + 2 MP ক্যামেরা, 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং টার্বো চার্জিংয়ের ক্ষমতাসম্পন্ন 5000 mAh ব্যাটারি। এই 5G ফোনটি আপনি পাবেন ভারতীয় মুদ্রায় 19,999 টাকায়।
Samsung Galaxy M33 5G
Octa core Samsung Exynos 1280 প্রসেসর ও 6GB + 128GB স্টোরেজের পাশাপাশি Samsung Galaxy সিরিজের এই মডেলে রয়েছে 50 + 5 + 2 + 2 MP Quad ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চির ডিসপ্লে । 6000 mAh ব্যাটারিযুক্ত এই ফোনটিও ফাস্ট চার্জ সাপোর্ট করে। এই 5G ফোনটিও আপনি পেয়ে যাবেন ভারতীয় মুদ্রায় 17,999 টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।