জুমবাংলা ডেস্ক: জুতার জগতে সুপরিচিত ব্র্যান্ড বাটার অভিনব প্রতারণার ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সাধারণ ক্রেতারা। তারা বলছেন, জুতা কেনার কথা চিন্তা করলে সবার আগে বাটাকেই বেছে নেয় ক্রেতারা আর সেই ক্রেতাদের সাথে যখন এরকম ব্যান্ড প্রতারণা করে তখন আর বিশ্বাসের জায়গাটা থাকে না।
ঈদের বাজারে বাটার বিভিন্ন শোরুমে ১৯৯৯ টাকার জুতার স্টিকারের উপর আবার ২২৯৯ টাকার নতুন প্রাইজ ট্যাগ লাগিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা-এমন অভিযোগে শোরুমে অভিযান পরিচালনা করলে এর সত্যতা পোওয়া যায়।
বন্দর নগরী চট্টগ্রাম নগরের অভিজাত স্যানমার শপিং মলের বাটার শোরুমে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানেও ১৯৯৯ টাকার জুতা ২২৯৯ টাকায় বিক্রি করতে দেখা যায়। অভিনব এই প্রতারণা দায়ে শোরুমটিকে লাখ টাকা জরিমানা করা হয়।
সেলিম রেজা নামে একজন ক্রেতা জানান, তার পছন্দের জুতা হচ্ছে বাটা। সেই বাটা যখন ক্রেতাদের সাথে প্রতারণা করে তখন সেটা মেনে নেওয়া কঠিন। এররকম প্রতারণা করতে থাকলে বাটা তার ক্রেতা হারাবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সোমবার মার্কেটে চালানো অভিযানে এ প্রতারণা ধরা পড়ে। একই অভিযানে স্যানমার শপিং মলের ‘গিগল’ নামে আরেকটি কাপড়ের দোকানকে ২ হাজার টাকার একটি পোশাক ৬ হাজার টাকায় বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, ‘স্যানমার শপিং মলের বাটা শো-রুম ও অন্যান্য দোকানে ক্রেতার সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। কেনা দামের চেয়ে বহু গুণ বেশি দামে পণ্য বিক্রি করার কারণে তাদের জরিমানাও করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। আমাদের অভিযান চলবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।