Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বছরের শেষ দিন। বাড়ির ছাদে রাত পর্যন্ত চলছিল খানাপিনা। স্বামী-স্ত্রী দুজনেই মদ্যপান করছিলেন। তবে নতুন বছর শুরুর আগেই ঘটে গেল বিপর্যয়। ছাদ থেকে পড়ে গিয়ে রহস্যমৃত্যু হলো স্ত্রীর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের যাদবপুরের পোদ্দারনগরে। জানা গিয়েছে, মৃতার নাম সুইটি সূত্রধর। তবে এটা শুধুই দুর্ঘটনা নাকি খুন? তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
এই ঘটনায় স্বামী কুন্তল আচার্যকে আটক করে তাঁকে দফায় দফায় জেরা করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কুন্তলের বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে। প্রতিবেশীরা দাবি করেছেন, রাত ২টো নাগাদ ছাদ থেকে সুইটির আর্তনাদ শুনতে পান তাঁরা। সকালে আবার বিল্ডিংয়ের অনেক ফ্ল্যাটে গিয়ে স্ত্রীয়ের খোঁজ করেন স্বামী কুন্তল। সবমিলিয়ে জোরালো হয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।