জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে নতুন উদ্যোক্তা তৈরি এবং বাণিজ্য-বিনিয়োগের নতুন খাত অনুসন্ধানে চেম্বার নেতাদের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ সন্ধ্যায় বাসসকে বলেন, প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আইসিসি বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি দেশের বাণিজ্য-বিনিয়োগ ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে আইসিসিসহ বিভিন্ন চেম্বারের ভূমিকার কথা স্মরণ করে বলেন, বাণিজ্য-বিনিয়োগ হচ্ছে উন্নয়নের মূল হাতিয়ার।
প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, এ বছর আইসিসির শতবর্ষ এবং বাংলাদেশ চ্যাপ্টারের ২৫ বছর পূর্তি উৎসব সাড়ম্বরে পালন করা হবে। প্রতিনিধি দল এসময় এ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যোগ দিতে আমন্ত্রণ জানায়।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।