জুমবাংলা ডেস্ক : ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির অভিপ্রায়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে।
নতুন পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন মো. লিটন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট-বখত রুম্মান বিরতীজ, ডিরেক্টর ফখরুল ইসলাম দেলোয়ার, শেখ ফরহাদ, আহাদ আলী, ইসমাইল আহমেদ, সামি কবির, মিলি এ ভূইয়া, মাসুদ রানা তপন, মো. খলিলুর রহমান এবং রফিক খান, মো. বদরদ্দুজ্জা সাগর।
১৩ সদস্যের পরিচালনা পর্ষদের প্রধান ইউএসবিসিসিআই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. লিটন আহমেদ বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ক্ষণে দাঁড়িয়ে আছি, এবং আমি পুরোপুরি নিশ্চিত যে আমাদের নতুন পরিচালনা পরিষদ ইউএসবিসিসিআইকে নতুন উচ্চতায় সমাসিন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।