বলিউডের একজন আলোচিত মডেল ও অভিনেত্রী বাণী কাপুর। বলিউডের যে কয়জন অভিনেত্রী তাদের হট এবং আবেদনময়ী চরিত্রে অভিনয় করে খ্যাতি করেছেন তাদের মধ্যে অন্যতম বাণী। দিল্লীতে জন্মগ্রহণকারী বাণী ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম স্টাডিসের উপর সম্মান ডিগ্রীও অর্জন করেছেন।
বলিউডের পর্দায় এবার যুদ্ধ। আর এই যুদ্ধের সূত্রপাত করছেন হৃতিক রোশন ও টাইগার শ্রফ। হ্যাঁ, বলিউডের এই দু’জন হ্যান্ডসান হ্যাঙ্ক এবার জুটি বাঁধতে চলেছেন ‘ওয়ার’ ছবিতে। আর এই ছবিতেই একেবারে অ্যাকশন প্যাকড হিসেবে দেখা যাবে হৃতিক ও টাইগারকে।
সম্প্রতি মু্ক্তি পয়েছে এই ছবির গান ‘ঘুঙরু’। গানের মধ্যেই ধরা পড়ল হৃতিক রোশন ও বাণী কাপুরের কেমেস্ট্রি। যা দেখে রীতিমতো তাক লাগতে পারে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পী রাও।
ছবির ট্রেলারেই দেখা মিলল এই দুই হিরোর অ্যাকশন প্যাকড অবতা। কখনও আকাশ থেকে ঝাঁপিয়ে, কখনও সমুদ্রে নীচে, কখনও মরুভূমিতে ধুন্দুমার মারপিট দুই নায়কের। ছবিতে হৃতিক ও টাইগারের সঙ্গে দেখা যাবে বাণী কাপুরকেও।
https://www.youtube.com/watch?v=qFkNATtc3mc
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।