
স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গেল মার্চ মাস থেকে স্থগিত করা হয়েছে সব ধরনের খেলাধুলা। এরই মধ্যে আবার নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আগামী ছয় মাস সব ধরনের পেশাদার খেলাধুলা নিষিদ্ধ থাকবে সেদেশে। আর তাতেই অনিশ্চিত হয়ে পড়েছে দেশটির সর্বোচ্চ ঘরোয়া ফুটবল লিগ।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এবারের মৌসুম চালাতে আর ইচ্ছুক নয় তারা। তবে ডাচ লিগের শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার (উয়েফা) সঙ্গে আলোচনা করবে তারা।
ডাচ লিগের এবারের মৌসুমে ২৬ ম্যাচ শেষে গেল মৌসুমের চ্যাম্পিয়ন আয়াক্স এবং এজেড আলকামার যৌথভাবে শীর্ষ স্থানে অবস্থান করছে।
এদিকে গেল মঙ্গলবার (২১ এপ্রিল) উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু ঘরোয়া লিগ বাতিল হতে পারে। বিশেষ বিবেচনায় সেগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
অন্যদিকে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, নেদারল্যান্ডস সরকার খেলাধুলা নিষিদ্ধ করেছে। আমরা এখন উয়েফার সঙ্গে আলোচনা করব এবং আমাদের সিদ্ধান্ত জানাব। অর্থনৈতিক দিক বিবেচনা করে আমরা এখনও ফুটবল লিগ বাতিল করিনি। ডাচ লিগের সকল দলের সঙ্গে আগামী শুক্রবার (২৪ এপ্রিল) আমরা বৈঠকে বসব এবং সিদ্ধান্ত নেব। এর মধ্যে অবশ্য ফুটবলারদের অনুশীলনের জন্য মাঠ খুলে দেওয়া হবে তবে তা কঠোর নিয়ম মেনেই করতে হবে।
ডাচ সাংবাদিক মার্সেল ভ্যান ডার ক্রান জানিয়েছেন, এটা পেশাদার ফুটবলের জন্য বাজে একটি সিদ্ধান্ত। ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন ভেবেছিল তারা লিগ পুনরায় শুরু করবে কিন্তু সরকারের সিদ্ধান্তে তা আর সম্ভব হয়ে উঠছে না। সরকার মনে করে সমর্থকদের জন্য এটা খারাপ দিক হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


