
বিনোদন ডেস্ক : সাবেক স্বামী ব্রুস উইলিসের সঙ্গে করোনাকালীন কোয়ারেন্টাইনে থাকা নিয়ে মাস দুয়েক আগে তুমুল আলোচনায় ছিলেন ডেমি মুর। এবার নায়িকা বাথরুম সজ্জা নিয়ে হলেন ভাইরাল। সেখানেও রয়েছে ব্রুসের অবদান!
সিএনএন এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি ডেমির বাথরুমের ছবি ভাইরাল হয়েছে। সুন্দর করে সাজানো ঘরটি নিয়ে আলোচনা হচ্ছে অনলাইনে।
দিন দুয়েক আগে সেথ মেয়ারের লেট নাইট শো’তে এসে এ বিষয়ে মুখ খোলেন ডেমি মুর। বাথরুমে বাদামি কার্পেটের ব্যবহার নিয়ে তিনি বলেন, এটা মূলত ব্রুস উইলিসের পছন্দ। তবে তার ওপর চাপিয়ে দেওয়া নয়।
ডেমির আইডাহোর বাড়িটি পার্বত্য এলাকায় অবস্থিত। এখানে বেশ ঠাণ্ডা। এ বিবেচনায় নাকি কার্পেট নিয়ে সাজানো হয়েছে বাথরুম। তাই কার্পেটের ব্যবহার তার কাছে অদ্ভুত কিছু মনে হয়নি, বরং আরামদায়ক করেছে ঘরটিকে।
সম্প্রতি ‘ডার্টি ডায়না’ পডকাস্ট সিরিজের জন্য বাথরুমের মিনি কাউচে বসে রেকডিং করেন ডেমি মুর। সেই ছবি টুইটারে শেয়ারের পর ভাইরাল হয়ে যায়। নানা প্রশ্নে ভরে যায় মন্তব্যের ঘর। কার্পেট ছাড়াও বাথরুমে থাকা জোয়ান অব আর্কের মূর্তি নিয়ে নিয়ে কথা উঠে।
অভিনেত্রী জানান, মূলত শব্দ ধারণের জন্য উপযোগী পরিবেশ হওয়ায় তিনি ছয় পর্বের সিরিজটির রেকর্ডিংয়ের জন্য গোসলখানা বেছে নেন।
১৯৮৭ সালে বিয়ে করেন হলিউড জুটি ব্রুস উইলিস ও ডেমি মুর। তাদের ছাড়াছাড়ি হয় ২০০০ সালে। তাদের রয়েছে তিন সন্তান। বিচ্ছেদের পরও তারা সুসম্পর্ক বজায় রেখেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।