জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।
এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেখ ফজলে নূর তাপস।
এসময় তিনি বলেন, ঐতিহ্যবাহী পুরনো ঢাকার জন্য আমি মহাপরিকল্পনা গ্রহণ করবো। আমার সংসদীয় এলাকার মানুষ আমাকে যেভাবে ভালোবেসেছে আমার ওপর আস্থা রেখেছে, আমি বিশ্বাস করি দক্ষিণ সিটির অন্তর্ভূক্ত সকল স্তরের মানুষ আমাকে সেভাবে ভালোবাসবে, তাদের সেবা করার সুযোগ দেবে এবং আমার ওপর আস্থা রাখবে। যাতে আমি উন্নত রাজধানী উপহার দিতে পারি।
এবারের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন- শেখ ফজলে নূর তাপস, সাঈদ খোকন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আওয়ামী লীগ নেতা মো. নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব অধ্যাপক এমএ রশিদ, আশরাফ হোসেন সিদ্দিকী ও হাজী আবুল হাসনাত।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ডিএসসিসির বর্তমান মেয়র সাঈদ খোকন। সেসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখন রাজনীতিতে আমার কঠিন সময় যাচ্ছে। আমি সবসময় ঢাকাবাসীর পাশে ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন।