বিনোদন ডেস্ক : প্রথমে জটিলতা তৈরি হলেও অবশেষে সৌদি যাওয়ার অনুমতি পেলেন আফগান নির্মাতা রয়া সাদাত। ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় বসেছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এর চতুর্থ আসর। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে আফগান নির্মাতা রয়া সাদাতের ‘সিমা’স সং’। তিনি আমন্ত্রণও পেয়েছেন যথানিয়মে।
কিন্তু ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ডালাস এয়ারপোর্ট থেকে জেদ্দার উদ্দেশে রওনা দিতে গেলে তাকে ফিরিয়ে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিস্ময় প্রকাশ করে ভ্যারাইটিকে নির্মাতা রয়া বলেন, ‘আমি অবাক হয়েছি। একই পাসপোর্ট দিয়ে প্রতিবছর বহু আফগান মক্কায় যান। অথচ আমাকে আটকে দেওয়া হলো।
আমি উৎসব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। পরে তারা জানায়, জটিলতা সমাধান হয়ে গেছে। আগের ভিসা দিয়েই আমি যেতে পারব।’
‘সিমা’স সং’ ছবিটিতে অভিনয় করেছেন মুজদাহ জামালজাদা, নিলুফার পারিজা, ম্যাক্স গ্রসি মাজেক, লীনা আলম প্রমুখ।
রয়া সাদাত একজন আফগান চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। তিনি তালিবান যুগে আফগান চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নারী পরিচালক ছিলেন এবং নারী নির্যাতন ও নিষিদ্ধকরণ বিষয় নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র তৈরির উদ্যোগ নিয়েছিলেন। তিনি তার প্রথম চলচ্চিত্র ‘থ্রি ডটস’ বানিয়ে নয়টির মধ্যে ছয়টি পুরস্কার পান যাতে সেরা পরিচালক এবং সেরা চলচ্চিত্র অন্তর্ভুক্ত ছিল। ২০০৩ সালে, তিনি এবং তার বোন আলকা সাদাত রোয়া ফিল্ম হাউস প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে ৩০ টিরও বেশি তথ্যচিত্র এবং চলচ্চিত্র তৈরি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।