জুমবাংলা ডেস্ক : বান্ধবীর জন্মদিন উদযাপন করা হলো না সামিউর রহমান সাম্য (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় ওই কিশোর। এ ঘটনায় আহত হয়েছেন মাহফুজ হোসেন নামে তার এক বন্ধু।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের টেবুনিয়া-বাঘাবাড়ি সড়কের বড়শালিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউর রহমান সাম্য মথুরাপুর গ্রামের খন্দকার সাহাবুর রহমান চন্দনের ছেলে ও চাটমোহর সরকারি কলেজের ছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাম্য, মাহফুজসহ কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলায় তাদের এক বান্ধবীর জন্মদিন উদযাপন করতে যাচ্ছিল। পথিমধ্যে বড়শালিকা এলাকায় বিপরীত দিক থেকে আসা এক তেলবাহী ট্যাংক লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিলে পেছনে বসা সামিউর রহমান সাম্য ছিটকে ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়।
পরে তাকে দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মাহফুজ হোসেন নামে তার এক বন্ধু। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পরে রেলবাজার এলাকা থেকে তেলবাহী ট্যাংক লরি আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন যুগান্তরকে বলেন, তেলবাহী ট্যাংক লরি আটক করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।