প্রায় ১৪ কোটি টাকার ঘাটতি নিয়ে ২০২৫ অর্থবছরের খসরা বাজেট পাসে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মোট ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৪০ টাকার বাজেট বার্ষিক সাধারণ সভায় গৃহীত হয়নি।
আজ রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঘাটতি বাজেট অনুমোদনে ডেলিগেটরা আপত্তি জানান। পরে নির্বাচিত কমিটিকে সেটি অনুমোদনের সিদ্ধান্ত সভায় নেয়া হয়।
বাফুফের কাউন্সিলর ও কোচ মারুফুল হক বলেন, সভায় যা হয় আরকি তেমন দিক নির্দেশনা আসে না। ২০২৪–২৫ বাজেট সংশোধনী নেক্সট এজিএমে পাস করতে বলা হয়েছিল। ঘাটটি থাকায় এ ব্যাপারে ডেলিগেটরা বিস্তারিত জানতে চান। সভায় আগের এজিএমে ২০২৩–২৪ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাশ হয়েছিল। যেহেতু ১৪ কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে এটা যেন আরও কমানো যায়, সেটা বলা হয়েছে।
কমমূল্যে দুর্দান্ত ফিচার নিয়ে লঞ্চ হলো Vivo Y28s এবং Vivo Y28e স্মার্টফোন
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত ইমরুল হাসান। তিনি বলেন, বাজেট উপস্থাপন হয়েছিল। এই প্রথমবার পাস হয়নি। এজিএমে সবাই কথা বলবে মতামত দেবে এটাই স্বাভাবিক। আগের চেয়ে পারটিসিপেশন বেশি ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।