স্পোর্টস ডেস্ক: বর্তমানে ভালো ফরমে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সেই ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। পাকিস্তানের এ রানমেশিনের প্রশংসা এখন সাবেক তারকা ক্রিকেটারদের মুখে মুখে।
এবার ভারতীয় স্পিনার হরভজন সিং তো জানিয়েই দিলেন, বাবর হতে যাচ্ছেন ভবিষ্যৎ কিংবদন্তি।
এক সাংবাদিক হরভজন সিংকে প্রশ্ন করেন, বাবরকে ফ্যাব ফোরের তালিকায় রাখবেন কিনা। এ প্রশ্নের জবাবে ভারতের সাবেক অফ-স্পিনার বলেন, ক্রিকেটের কিংবদন্তিদের একজন হিসাবে বাবরের ক্যারিয়ার শেষ করার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, আমি মনে করি সে ফ্যাব ফোরে (বাবর) থাকতে পারে কিনা তা বলার জন্য সময়টা একটু তাড়াতাড়ি। আমি এমনকি ফ্যাব ফোরে কে আছেন তাও জানি না। তবে বাবরের অবশ্যই গুণ রয়েছে এবং সে অনেক আত্মবিশ্বাসের সঙ্গে একজন পরিপূর্ণ ব্যাটসম্যান। তার রয়েছে টেকনিক। সামনের দিকে তিনি হবেন ক্রিকেটের কিংবদন্তিদের একজন।
হরভজন আরও বলেন, তাকে খেলতে দিন। তার দলের জন্য আরও বেশি রান করতে এবং জেতার জন্য খেলা চালিয়ে যেতে দিন। প্রতিভার দিক থেকে, তিনি অন্য কারও চেয়ে কম নন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।