আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৭০ বছর ধরে চলে আসা মামলার অবশেষে পরিসমাপ্তি ঘটল শনিবার। ভারতের বাবরি মসজিদ নিয়ে ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বিতর্কিত ২.৭৭ একর জমির মালিকানা রামলালারই প্রাপ্য। ফলে ওই স্থানে রাম মন্দির গড়তে আর কোনও বাধা রইল না। একই সঙ্গে মুসলিমদেরও বিকল্প ৫ একর জমি প্রধানের রায়ও দিয়েছে শীর্ষ আদালত। আর এই রায় ঘোষণার পরেই টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় গণমাধ্যম মহানগর ২৪*৭ -এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
পরপর কয়েকটি টুইটে অমিত শাহ লেখেন,
‘শ্রীরাম জন্মভূমি নিয়ে শীর্ষআদালতের এই সর্বসম্মত রায়কে আমি স্বাগত জানাই। আমি সকল ধর্মের মানুষের কাছে আবেদন করব, তাঁরা যেন এই রায়কে খোলা মনে স্বাগত জানিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন এবং এক ভারত-শ্রেষ্ঠ ভারত’ -এর ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখেন।’
श्रीराम जन्मभूमि पर सर्वसम्मति से आये सर्वोच्च न्यायालय के फैसले का मैं स्वागत करता हूँ।
मैं सभी समुदायों और धर्म के लोगों से अपील करता हूँ कि हम इस निर्णय को सहजता से स्वीकारते हुए शांति और सौहार्द से परिपूर्ण ‘एक भारत-श्रेष्ठ भारत’ के अपने संकल्प के प्रति कटिबद्ध रहें।
— Amit Shah (@AmitShah) November 9, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।