আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৭০ বছর ধরে চলা অযোধ্যা মামলার জট কাটিয়ে শনিবার রায় ঘোষণা করেছে ভারতের শীর্ষ আদালত। অদ্ভুত এহেন সমাপতনে যারপরনাই অখুশি প্রতিবেশী পাকিস্তান। এমন একটি দিনে অযোধ্যা মামলার রায় ঘোষণায় গতকাল ক্ষোভ উগরে দিয়েছিলেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। অযোধ্যা রায় নিয়ে পাকিস্তানের দেওয়ার বিবৃতির তীব্র প্রতিবাদ করল ভারত। এদিন ভরতের পররাষ্ট্রমন্ত্রীর তরফে জানানো হল ঘৃণা ছড়ানোর জন্য কৌশলে এমন মন্তব্য করেছে পাকিস্তান।

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রাবীশ কুমার বলেন, ‘পাকিস্তান গতকাল যে ধরনের মন্তব্য করেছে তার তীব্র প্রতিবাদ করছি আমরা। অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় একান্তি ভারতের নিজস্ব ব্যাপার। দেশের সাম্প্রদায়িকতা ও ভারতে আইনের শাসন এই রায়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটা সহ্য করতে না পেরে রাজনৈতিক কারণেই ওরা(পাকিস্তান) এই ধরণের মন্তব্য করছে। এটা ওদের বাধ্যবাধকতা। ঘৃণা ছড়ানোর কৌশল।’
প্রসঙ্গত, শনিবার অযোধ্যা মামলা নিয়ে রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত। যে রায়ে অযোধ্যার বিতর্কিত জমির ২.৭৭ একর রামলালাকে দেওয়া হয়েছে মন্দির নির্মাণের জন্য, এবং ৫ একর জায়গা দেওয়া হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য। আদালতের এই রায়ে যারপরনাই খুশি সব মহলই। তবে রায় ঘোষণার কিছু পরেই ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এই রায়ে ভারতে মুসলিমদের অধিকার খর্ব হবে। পাশাপাশি এই রায়ের টাইমিং নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, কর্তারপুর করিডোরের উদ্বোধনের দিনই অযোধ্যা মামলার রায় অত্যন্ত দুঃখের বিষয়।
সূত্র : মহানগর২৪*৭
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


