স্পোর্টস ডেস্ক: চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আর এই ম্যাচে ব্যাট হাতে মূল ভূমিকা পালন করেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এই জয়ে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। ফলে শেষ ম্যাচটি হয়ে থাকলো সিরিজ নির্ধারণী।
বুধবার (১৪ এপ্রিল) সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ১৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন বাবর। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম উইকেট-জুটিতে এটা হলো চতুর্থ সর্বোচ্চ রানের জুটি।
এদিকে ৫৯ বলে ১২২ রানের বিশাল স্কোর গড়ে আউট হন বাবর আজম। ১৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৪টি। সেঞ্চুরি পূরণ করেন ৪৯ বলে। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম সেঞ্চুরি।
তবে ১২২ রান করে বাবর আজম আউট হয়ে গেলেও অপরাজিত থেকে যান অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৪৭ বলে ৭৩ রান করেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি। ৮ রানে অপরাজিত থাকেন ফাখর জামান।
নিজেদের ইতিহাসে এত বড় স্কোর তাড়া করে আর কখনও জিততে পারেনি পাকিস্তান। এটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আর টি-টোয়েন্টির ইতিহাসে ১১তম সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড এটি।
শুধু তাই নয়, টি-টোয়েন্টিতে এই প্রথম সেঞ্চুরি উপহার দিলেন পাকিস্তান অধিনায়ক। এমনকি এই ফরম্যাটে পাকিস্তানের হয়ে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আরও একটি রেকর্ড গড়েছেন বাবর আজম। টি-টোয়েন্টির দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর উপহার দিলেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জানেমান মালান (৫৫) এবং এইডেন মারক্রামের (৬৩) হাফ সেঞ্চুরির ওপর ভর করে ২০৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।