জুমবাংলা ডেস্ক : বরগুনার আমতলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার সংবাদ প্রকাশ করায় সাংবাদিক এইচএম কাওসার মাদবরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ধর্ষণ চেষ্টাকারী বৃদ্ধ আব্দুর রশিদ হাওলাদারের ছেলে শফিকুল। এ অভিযোগে শুক্রবার রাতে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন সাংবাদিক কাওসার।
জানা গেছে, ঐ উপজেলার রায়বালা গ্রামের প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুকে পান দেওয়ার কথা বলে পানের বরজের পাশের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বৃদ্ধ আব্দুর রশিদ। ঐ ঘটনায় বুধবার আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। পরে পুলিশ আব্দুর রশিদকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
ঘটনাটি গত বৃহস্পতিবার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এরই জেরে আমতলী সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক এবং ঢাকা প্রতিদিন ও বাংলাদেশ টুডে পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি এইচএম কাওসার মাদবরকে মোবাইলে ও ফেসবুকে প্রাণনাশের হুমকি দেয় ধর্ষণ চেষ্টাকারী আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম ও স্বজনরা।
সংবাদিক কাওসার বলেন, বৃদ্ধ আব্দুর রশিদের ছেলে ও স্বজনরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। আমি নিরাপত্তাহীনতা থেকে জিডি করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শফিকুলের মোবাইলে একাদিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার বলেন, সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া খুবই নিন্দনীয় একটি কাজ হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।
আমতলী থানায় ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, প্রাণনাশের হুমকির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জিডি করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।