বিনোদন ডেস্ক: মাদক মামলার ঝড় কাটতেই স্বাভাবিক ছন্দে ফিরেছে কিং খানের পরিবার। বড়ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন বাদশা। সকল শুটিং স্থগিত রেখেছিলেন তিনি। কিন্তু সেই বিতর্কে খানিকটা স্বস্তি মিলতেই আবারও লাইমলাইট শাহরুখের দিকে। চলছে শুটিংয়ের কাজ। সেই সঙ্গে নতুন নতুন সিনেমার জন্য পরিকল্পনাও করছেন তিনি।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আরিয়ানের সঙ্গেই নাকি নতুন সিনেমা নিয়ে আলোচনা শুরু করেছেন কিং খান। তবে কি বাবা-ছেলে একসঙ্গে এক সিনেমায় দেখা দেবেন? হাজতবাসের পর পছন্দের জিনিস নিয়েই সময় কাটছে আরিয়ানের। তার পছন্দ কিন্তু অভিনয় নয়। বরং চিত্রনাট্য লিখতে পছন্দ করেন তিনি। এরমধ্যেই হলিউডের বহু ছবি দেখে ফেলেছেন। যা ঘিরে নতুন নতুন পরিকল্পনাও এসেছে তার। শাহরুখের সঙ্গে সেই সিনেমা নিয়ে আলোচনাও হয়েছে আরিয়ানের। কয়েকটি হলিউড ছবির রিমেক হিন্দিতে করতে চান তিনি। আর আরিয়ানের ইচ্ছে পূরণ করতে এককথায় রাজি শাহরুখ।
সূত্রের খবর অনুযায়ী, আরিয়ানের পছন্দের একটি হলিউড ছবির স্বত্ব কিনতে চলেছেন শাহরুখ। কিছুদিন আগেই আইপিএলের নিলামে হাজির হয়েছিলেন আরিয়ান। সঙ্গে ছিলেন বোন সুহানাও। কিন্তু উপস্থিত ছিলেন না স্বয়ং শাহরুখ খান। সম্ভবত শুটিংয়ের কারণে ব্যস্ত ছিলেন বাদশা। অনেকেরই ধারণা ছিল, হয়তো খেলার দিকে বিশেষ আগ্রহ রয়েছে আরিয়ানের। কিন্তু আরিয়ানের নজর এখন সিনেমাতেই। হলিউড ছবির হিন্দি রিমেকে কি শাহরুখ নিজেই অভিনয় করবেন? মুখিয়ে তার ভক্তরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।