জুমবাংলা ডেস্ক : ঈদুল আজহার আনন্দ উপভোগ করা হলো না শিশু সুবাইতার। বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রলির ধাক্কায় নিহত হন। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদীতে। এ ঘটনায় আহত হয়েছেন ওই শিশুর মা সুলতানা আক্তার ও বাবা শহিদুর রহমান।
শনিবার বিকেলে উপজেলার ঝগড়ারচর-চরহাবর সড়কে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার লাউদত্ত গ্রামে।
জানা যায় , নিহত শিশুর বাবা শহিদুর রহমান কিশোরগঞ্জ জেলায় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করেন। ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী সুলতানা আক্তার, মেয়ে সুবাইতা ও কোলে থাকা সিয়াম নামে আরেক শিশুকে নিয়ে মোটরসাইকেলে শেরপুরের শ্রীবরদী হয়ে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চরহাবর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ট্রলির চাকার নিচে চাপা পড়ে শিশু সুবাইতা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ওই শিশুর মা সুলতানা আক্তার ও তার বাবা শহিদুর রহমান। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
শ্রীবরদী থানা পুলিশের এসআই হাবিব জানান, ঘটনার পরপর ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রলিটি আটক করা গেলেও ট্রলি চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।