জুমবাংলা ডেস্ক : বাবা মায়ের স্বপ্ন ছিল একদিন দুই সন্তান চিকিৎসক হবেন। গ্রামের মানুষের পাশে থাকবেন। বাবা মা নেই। কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে নিজ গ্রামেই মানুষের সেবা দিচ্ছেন চিকিৎসক দুই ভাই।
ঘটনাটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ঘোড়াময়দান এলাকার। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী গ্রামেজুড়ে ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে।
জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার উপজেলা ঘোড়াময়দান গ্রামের কৃষক আবুল কাশেম মোল্লা ও নিলুফার মোল্লা দম্পতির সন্তানরা এই ফ্রি মেডিকেল সেবার ব্যবস্থা করেছে। তাদের মধ্যে ডা. ইব্রাহিম খলিল মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, বাত-ব্যাথা ও উচ্চ রক্তচাপ বিষয়ের চিকিৎসা সেবা দেন। আর তার ভাই ডা. খালেদ মোশারফ স্নায়ুরোগ, মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে চিকিৎসা সেবা দেন।
স্থানীয় বাসিন্দা ও চিকিৎসক দুই ভাইয়ের মামা জহিরুর ইসলাম মজুমদার বলেন, আমার বোন ও ভগ্নিপতি বেঁচে নেই। কিন্তু তাদের স্বপ্ন ছিল তাদের দুই ছেলে গ্রামের মানুষের পাশে থাকবে। এই আয়োজনে এলাকার তিন শতাধিক মানুষ সেবা নিয়েছে। আমার বোন আর ভগ্নিপতি বেঁচে থাকলে কতই না খুশি হতেন। ভাগিনারা বলেছে, এই ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে। এবার তারা ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে। পরের বার ফ্রি মেডিসিনসহ অন্যান্য সেবা দেওয়ার চিন্তা রয়েছে।
সেবা নিতে আসা পার্শ্ববর্তী মানিকমুড়া গ্রামের বাসিন্দা ইমরান হোসেন বলেন, আমরা চিকিৎসা নিতে কুমিল্লা, না হয় ঢাকা যেতে হয়। এখানে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমি খুব খুশি। আমরা চাই তাদের এই সেবা যেন অব্যাহত থাকুক।
মৃত স্বামীর ঋণের মামলায় স্ত্রী কারাগারে, আসামি ৩ শিশু সন্তানও
ডা. ইব্রাহিম খলিল বলেন, আমাদের প্রত্যন্ত গ্রাম। এখানকার মানুষ শহরে চিকিৎসা নিয়ে অনেক ব্যয় করতে হয়। কিন্তু আমরা চেষ্টা করেছি ফ্রি সেবা দেওয়ার জন্য। আমাদের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও যদি কেউ আমাদের সহযোগিতা নিতে চায় আমরা প্রস্তুত। আমরা বাবা মায়ের স্বপ্ন পূরণে কাজ করছি। সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।