বাবার প্রিয় জিনিস দিয়ে নতুন বাড়ি সাজালেন রণবীর

রণবীর

বিনোদন ডেস্ক : কিছুদিনের মধ্যেই নতুন বাড়িতে উঠবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় নিজেদের বিয়ের পরই মুম্বাইয়ে এই নতুন বাড়িতেই গুছিয়ে সংসার পাতবেন তারা।

রণবীর

আপাতত তাই নতুন বাড়ির কাজ খুঁটিয়ে দেখছেন এই যুগল। শোনা যাচ্ছে রণবীরের প্রয়াত বাবা তথা কিংবদন্তী বলি-অভিনেতা ঋষি কাপুরের জন্য আলাদা করে রাখা হবে সম্পূর্ণ এই বাড়ির একটি ঘর।

মুম্বাইয়ের পলী হিল অঞ্চলে বছরখানেক ধরে এই বাড়ি তৈরির কাজ চলছে। আর সেই বাড়িতে প্রয়াত ঋষি কাপুরের স্মৃতি আগলে রাখতেই এই উদ্যোগ নিয়েছেন রণবীর-আলিয়ার।

সেই বিশেষ ঘরে ঋষি কাপুরের সমস্ত স্মৃতি সংরক্ষিত থাকবে। প্রিয় চেয়ার থেকে তার বইয়ের তাক, প্রিয় সবকিছুই সংরক্ষিত থাকবে নতুন তৈরি হওয়া ঘরে।

মিম ফিরলেন তাহসানকে নিয়ে

প্রয়াত অভিনেতার প্রিয় অনেককিছুই থাকবে, যা কিছুর সঙ্গে তার স্মৃতি জড়িয়ে রয়েছে।

রণবীরের সঙ্গে নিজে গোটা ব্যাপারটি তদারকি করছেন তার মা নীতু কাপুর নিজে। প্রসঙ্গত, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালে প্রয়াত হয়েছেন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর।