বিনোদন ডেস্ক : তারকা পিতা-মাতা-সন্তানের জন্য একসঙ্গে পর্দা ভাগাভাগি করাটা দারুণ একটি ব্যাপার। তাদের ভক্তদের কাছেও এটি স্পেশাল। বলিউড ইতিমধ্যেই এই ধরনের জুটি পেয়েছে।
অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনকে ‘পা’ ছবিতে, সানি দেওল, ববি দেওল এবং ধর্মেন্দ্রকে ‘আপনে’ এবং ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’তে, ঋষি কাপুর এবং রণবীর কাপুরকে ‘বেশারম’ সিনেমায়, অনিল কাপুর এবং সোনাম কাপুরকে ‘এক লারকি কো দেখা তো এছা লাগা’ ছবিতে এবং পঙ্কজ কাপুর এবং শহিদ কাপুরকে ‘শানদার’ এবং এখন ‘জার্সি’ সিনেমায় দেখা গেছে।
যদিও শক্তি কাপুর তার মেয়ে শ্রদ্ধা কাপুরের প্রথম সিনেমা ‘তিন পাত্তি (২০১০)’ তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তবে তারা এখনো একটি পূর্ণাঙ্গ সিনেমা করেননি। তবে ভবিষ্যতে বাবার সঙ্গে কাজ করতে চেয়ে নিজের আশা ব্যক্ত করেছেন শ্রদ্ধা কাপুর।
ভারতীয় গণমাধ্যমকে শ্রদ্ধা বলেন, ‘আমি আমার বাবার সঙ্গে কমেডি করতে চাই। সে ঘরে আমাদের প্রতিনিয়ত হাসিয়ে যায়। আমাদের এমন মুহূর্ত আমি তার সঙ্গে স্ক্রিনেও শেয়ার করতে চাই।’
শক্তি কাপুরের চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। তিনি নেতিবাচক এবং ইতিবাচক উভয় ধরনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন।
শ্রদ্ধা এ নিয়ে বলেন, তিনি তার বাবার কাজ ও তার থেকে অনেক অনুপ্রেরণা পান। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
ডান্স মেরি রানি গানে তুমুল ড্যান্স দিয়ে মঞ্চ কাঁপালেন যুজবেন্দ্র চাহালের স্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।