জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিলের আওতায় আয়োজিত আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার রেজাল্ট অনুযায়ী, মোট ১৩,২৫৮ জন পরীক্ষার্থী পাস করেছেন।
পরীক্ষার সময় ও অংশগ্রহণ
শুক্রবার, ২৫ এপ্রিল, বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপযুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০,৬২৭ জন।
প্রকাশিত ফলাফল
পরীক্ষা শেষে রাতেই বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার রেজাল্ট বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী এই ধাপে কৃতকার্য হয়েছেন।
পরীক্ষার ধাপসমূহ
প্রসঙ্গত, বাংলাদেশে আইনজীবী হতে হলে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর তিনটি ধাপে (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার রেজাল্ট এই ধাপগুলোর প্রথমটির অংশ।
সাম্প্রতিক প্রকাশিত বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার রেজাল্ট অনুযায়ী, ৪০,৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩,২৫৮ জন উত্তীর্ণ হয়েছেন। এ ফলাফল পাস করা পরীক্ষার্থীদের পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সুযোগ প্রদান করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।