জুমবাংলা ডেস্ক : প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ, কার্যক্রমে অনিয়ম ও দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. কাইয়ুম চৌধুরীকে বরখাস্ত করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)। এ পদে ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সালকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনের সই করা এক চিঠিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
জানা যায়, দুর্নীতিসহ নানা অভিযোগে সাবেক মহাপরিচালক কাইয়ুম চৌধুরীর পদত্যাগ চাচ্ছিলেন চিকিৎসকেরা। তিনি ৩২ দিন ধরে ছুটিতে ছিলেন। রোববার তিনি বহিরাগত কয়েকজনকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন এবং নিজের রুমে বসেন। তখন চিকিৎসকেরা এর বিরোধিতা করেন। কাইয়ুম চৌধুরীর বহিষ্কারের দাবিতে আগামীকাল সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন চিকিৎসকেরা। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালনা পর্ষদ তাৎক্ষণিক বৈঠকে বসে এবং কাইয়ুম চৌধুরীকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নতুন মহাপরিচালক পদে ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সালকে নিয়োগ দেওয়া হয়।
২০২০ সালের জুলাই মাসে কাইয়ুম চৌধুরী মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের ২০ জুন পর্যন্ত করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।