নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার টাকা ও মূল্যবান মালামাল লুট করে তাকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা
বুধবার গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের পাশে চান্দনায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যান গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।
আহতের স্ত্রী শহীনা ও এলাকাবাসী জানান, চাঁপাইনবাবগঞ্জের কর্মস্থল থেকে ট্রেনযোগে গাজীপুরের বাসায় ফিরছিলেন কৃষিবিদ নজরুল ইসলাম। বুধবার ভোরে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে বাসযোগে বাসার কাছে জয়দেবপুর-ঢাকা সড়কের চান্দনায় পদ্মা রোডে নামেন।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে শহীনা বলেন, “এ সময় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তার পথরোধ করে এবং চাপাতি দিয়ে বাম পায়ে কোপ দেয়। এতে নজরুল মাটিতে পড়ে যান। পরে ছিনতাইকারীরা তার নগদ টাকা, মোবাইল ফোন ও হেয়ার এইডসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।”
পরে তার চিৎকারে এলাকাবাসী গিয়ে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বারির প্রটোকল অফিসার মো. আল আমিন জানান, এ ব্যাপারে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার ওসি একেএম কাওসার চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel