স্পোর্টস ডেস্ক: আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বার্লিন ডব্লিউটিএ গ্রাসকোর্ট টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জাপানের শীর্ষ তারকা নাওমি ওসাকা। আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। চলমান ফ্রেঞ্চ ওপেন থেকে বিতর্কিত ভাবে সড়ে দাঁড়ানোর পর এবার বার্লিন টুর্ণামেন্টেও না খেলার সিদ্ধান্তে ওসাকা সমর্থকরা বেশ হতাশ হয়েছেন।
আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডনের প্রস্তুতিমূলক হিসেবে পরিচিত এই বার্লিন টুর্ণামেন্ট। এক বিবৃতিতে বার্লিন টুর্ণামেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ‘একটি নোটিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নাওমি ওসাকা বার্লিনে খেলছেন না। নিজ দলের সাথে আলোচনার পর তিনি বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ’
আগামী ২৮ জুন থেকে শুরু হওয়া উইম্বলডন ও আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিকে অংশ নেবার ব্যপারে এখনো কিছু জানাননি ওসাকা।
চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই জাপানের ২৮ বছর বয়সী তারকা প্যারিসে সংবাদ সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানানোর বিতর্ক থেকে রোলা গাঁরোতে তাকে নিয়ে সমলোচনা শুরু হয়। বিষয়টি মোটেই ভালভাবে নেয়নি সংশ্লিষ্টরা। এ কারনে ফ্রেঞ্চ টেনিস এসোসিয়েশন ওসাকাকে ১৫ হাজার ডলার জরিমানা করে। একইসাথে তারা জানায় গণমাধ্যমে বাধ্যতামূলক কথা বলার প্রতিশ্রুতি রয়েছে খেলোয়াড়দের। আর সেটা না করতে পারলেও তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়া হতে পারে বলে সতর্ক করে দেয়। তারপরপরই নিজ থেকেই ফ্রেঞ্চ ওপেনে না খেলার সিদ্ধান্ত নেন ওসাকা। শনিবার ওসাকা ইনস্টাগ্রামে এক ক্ষুদে বার্তায় জানিয়েছেন বর্তমানে তিনি হতাশা ও মানসিক অস্থিরতায় ভুগছেন। যে কারনে গণমাধ্যমকে এড়িয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। এসময় তার পাশে থাকা জন্য তিনি সমর্থকদের ধন্যবাদ জানান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।