সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার (০৭ ডিসেম্বর) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষায় অংশ নেবেন।

শনিবার (০৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া ওইদিন রাত ৯টায় পরিষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, শিক্ষার্থীদের স্বার্থ এবং অভিভাবকদের দাবির কারণে তারা পরীক্ষায় ফিরছেন।
মাসুদ বলেন, ‘গণহারে শিক্ষকদের শোকজ ও বদলি করা হচ্ছে, তবে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। বার্ষিক পরীক্ষা শেষে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করবো।’
উল্লেখ্য, শিক্ষকরা ২৭ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন। এরপর ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ২ ডিসেম্বর থেকে বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ রাখার কর্মসূচি পালন করা হয়। তবে ৪ ডিসেম্বর একযোগে ৪২ জন শিক্ষককে ভিন্ন জেলায় ‘প্রশাসনিক বদলি’ করার পর আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি স্থগিত করে পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



