স্পোর্টস ডেস্ক: ফরাসি লিগ ওয়ানে রবিবার (৭ ফেব্রুয়ারি) প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ২-০ গোলে মার্সেইকে হারানোর ম্যাচে ঊরুতে চোট পেয়েছেন দলটির আর্জেন্টাইন তারকা অ্যাঞ্চেল ডি মারিয়া।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ফরাসি চ্যাম্পিয়ন দলের কোচ মাউরিসিও পচেত্তিনো জানান, বার্সেলোনার মাঠে তাদের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে ডি মারিয়াকে পাচ্ছে না তারা।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে পচেত্তিনো নিশ্চিত করেন, ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পের ম্যাচে থাকবেন না ডি মারিয়া।
ওই ম্যাচে ডি মারিয়ার অভাববোধ হলেও দল নিয়ে আশাবাদী আর্জেন্টাইন কোচ বলেন, ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমাদের আছে একটা বড় দল, যেখানে আমাদের ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়রা আছে।
প্রসঙ্গত, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৫ ম্যাচ খেলে করেছেন পাঁচটি গোল ও অ্যাসিস্ট ১২টি করেছেন ডি মারিয়া। সর্বশেষ ম্যাচে কিলিয়ান এমবাপেকে দিয়ে গোল করানোর পর পরই পায়ের পেশীর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।