জুমবাংলা ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি-মঙ্গলবাড়ী-রাজশাহী সড়কের শালপাড়া বড়ডারা নামক এলাকায় বালু ভর্তি একটি ট্রাক ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটির দুই পারসহ (মাটি সংযোগস্থল) মাঝখানে ভেঙ্গে পড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।
এলাকাবাসী জানায়, এই ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও প্রতিদিন রাজশাহী, ধামুইরহাট, মঙ্গলবাড়ী, জয়পুরহাট সদরের ধলাহার, চকবরকত ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন এবং উপজেলা সদরসহ দিনাজপুর-রংপুরের শত শত পণ্যবাহী ট্রাক, মেসি, ভ্যান চলাচল করত। বর্তমানে ব্রিজটি ভেঙে যাওয়ার কারনে সড়কের দুই পাশে যাত্রী ও পণ্যবাহী গাড়ি গুলো বিকল্প সড়ক দিয়ে পারাপার হচ্ছে।
উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম বলেন, জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী এফএম খাইরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাধারণ মানুষ যাতে পারাপার হতে পারে সে ব্যবস্থা আপাতত করে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এই ব্রিজটি সহ উপজেলা তিনটি ঝুঁকিপূর্ণ ব্রিজের টেন্ডার প্রক্রিয়া চলমান আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।