বাসা বাড়িতে দেহ ব্যবসা, মালিকসহ ৫ জনের কারাদণ্ড

দেহ ব্যবসা করার দায়ে বাসার মালিকসহ দুই তরুণী ও দুই খদ্দেরকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

সোমবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে পুলিশ এক অভিযান চালিয়ে শহরের গোলাহাট থেকে তাদেরকে আটক করে এবং পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক অভিযুক্তদের কারাদণ্ড প্রদান করেন।

থানা সূত্র মতে, দীর্ঘদিন থেকে গোলাহাটের মৃত আজিজুল ইসলামের পুত্র বরকাতুল ইসলাম বিপ্লব নিজের বাসায় দেহ ব্যবসা চালাতেন।

সোমবার রাতে পুলিশ দেহ ব্যবসার খবর পেয়ে ওই বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে দুই খদ্দেরসহ দুই তরুণীকে আটক করে।

খদ্দের দু’জন হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর আব্দুল হামিদের পুত্র আলেফ হোসেন (৩০) ও ইনছান আলীর পুত্র সেরাজুল ইসলাম (২৮)।

আটক তরুণীরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণের নিজাম উদ্দিনের কন্যা হোসনে আরা (১৯) ও ঢাকা বাবু বাজারের আলম হোসেনের কন্যা লাকী আকতার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার আটককৃতদের অপকর্মের জন্য বাসার মালিক ও দুই খদ্দেরকে ২৯ দিন এবং দুই তরুণীকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।