নিজস্ব প্রতিতবেদক: বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুদ করা ঠিক নয় উল্লেখ করে অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, “এটি একটি কারিগরি বিষয়। এটি কিনে মজুদ করবেন না। এতে বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে। হাসপাতালে কত প্রতি মিনিটে কত লিটার অক্সিজেন যাবে এটা চিকিৎসক নির্ধারন করে দেয়।’
অক্সিজেন সিলিন্ডার কিনে নিজের বিপদ নিজে ডেকে না আনার পরার্মশ দিয়েছেন তিনি।
ব্রিফিংয়ে ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ১৭১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ । এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জন। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এটিও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ৯৭৫ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।