জুমবাংলা ডেস্ক : পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালকে ফের (২৭) ছুরিকাঘাত করা হয়েছে। অদিতি বড়ালের অভিযোগ এক যুবক তার বাসায় ঢুকে তার পেটে ছুরি দিয়ে আঘাত করে। এর আগেও একাধিকবার তিনি হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসনের ডরমেটরি ভবনে সহকারী কমিশনার (ভূমি) রামনন্দ পালের বাসায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
আহত অদিতি বড়াল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও বাগেরহাটের সাবেক মহিলা সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে।
এর আগে রামানন্দ পাল বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে থাকাকালে ২০১৮ সালের ৩ জুলাই তাকে আরো একবার ছুরিকাঘাত করা হয়। পিরোজপুরের একই বাসায় থাকাকালে ২০১৮ সালের ৮ জুলাই রাতে একইভাবে তার পেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
কিন্তু হামলার বিষয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল ও তার স্ত্রী অদিতি বড়াল। প্রাথমিক চিকিৎসা শেষে অদিতি বড়ালকে বাসায় নিয়ে যান সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল সরোয়ার বলেন, অদিতি বড়ালের পেটের নিচের দিকে আঘাত করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বাংলাদেশ জার্নালকে জানান, এর আগেও তার ওপর একাধিক বার হামলার ঘটনা ঘটেছে। তাই বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২০০০ সালের ২০ আগস্ট বাগেরহাট জেলার সাধানার মোগ এলাকায় আততায়ী হাতে নিহত হন জেলার চিতলমারি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নেতা কালিদাস বড়াল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।