আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্র বাহরাইনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিদ্দিক আলী নামক এক বাংলাদেশি। শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বাহরাইনের রিফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী (৩২) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের বাসিন্দা রাজিব আলীর ছেলে।
সিদ্দিক আলীর বড় ভাই সাদেক আলী বলেন, ‘সিদ্দিক প্রায় ১৩ বছর আগে বাহরাইনে যান। সেখানে আছকন নামের একটি কম্পানির গাড়ি চালক ছিলেন। প্রায় পাঁচ বছর আগে দেশে এসে বিয়ে করেন। তবে তার কোনো সন্তান নেই।
নিহত প্রবাসীর ভাগনা লিয়াকত আলী জানান, ‘শনিবার তিনি বাহরাইনের আলদুর নামের এলাকার উদ্দেশে কাজের লোক আনার জন্য গাড়ি নিয়ে বের হন। পথিমধ্যে রিফা হাইওয়ে রোড এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত সিদ্দিক আলীর করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছে। করোনা নেগেটিভ হলে তার মরদেহ দেশে আনা হবে।’ তিনি আরো জানান, সিদ্দিক আলী গত মার্চ মাসে বাহরাইনে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।