Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পবিত্র জুমার নামাজ বন্ধ ঘোষণা করেছে বাহরাইন। গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির সুন্নি এন্ডোমেন্টস অধিদপ্তরের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবত থাকবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিদিনের ৫ ওয়াক্তের নামাজ স্বাভাবিকভাবে মসজিদে অনুষ্ঠিত হবে।
এদিকে করোনা ভাইরাসে বাহরাইনে এখন পর্যন্ত ২৭২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



