বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাস। বিশ্বব্যাপী যিনি এখন ‘বাহুবলী’ নামে সুপরিচিত। ‘বাহুবলী’র দুই কিস্তিতে অভিনয় করে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ভারতের সর্বকালের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির নায়ক তিনি। এই সুপারস্টারের সঙ্গে ‘হঠাৎ দেখা’ বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের!
সুজানা জানালেন প্রভাসের সঙ্গে ‘হঠাৎ দেখা’ হওয়ার গল্প। বললেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) দুবাই যাচ্ছিলাম। বিমানের মধ্যেই প্রভাসের সঙ্গে হঠাৎ দেখা! তাকে দেখেই আমি চমকে উঠি। এরপর তার সঙ্গে কুশল বিনিময় করি।
সুজানা বলেন, ৫ মিনিট প্রভাসের সঙ্গে ছিলাম। ছবি তোলার আবদার করি। উনি হাসিমুখে ওয়েলকাম করেন। প্রভাসকে জানাই, তার ‘বাহুবলী’ দেখে খুব ভালো লেগেছে। বাহুবলী’র কথা বলতেই মুচকি হাসি দেন প্রভাস। এরপর আমাকে থ্যাংকস জানান।
তিনি বলেন, ৫ মিনিট প্রভাসের সঙ্গে থাকলেও উনি খুব কম কথা বলেছেন। এতো বড়মাপের একজন অভিনেতা তিনি, সেটা বুঝতেই পারিনি।
সুজানা জানান, প্রভাসের ‘সাহো’ ছবিটি দুবাইতে চলছে। ওই ছবি উপলক্ষ্যে প্রভাস দুবাই যাচ্ছেন বলে তাকে জানিয়েছেন।
এদিকে, সাহো’র পর আবার নতুন কাজে মনোনীবেশ করতে যাচ্ছেন প্রভাস। পরিচালক নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দেখা যেতে পারে তাকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।