Advertisement
জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামক স্থানে আজ বেলা ১১টায় মোটর সাইকেল সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।
বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, বানিয়াচং উপজেলার তবজখানী গ্রামের প্রবাসী জমির উদ্দিন (৪০) ও তার বেয়াই শাকিল আহমেদ রামিম (৩৫) বানিয়াচং থেকে মোটর সাইকেল যোগে শ্রীমঙ্গল বেড়াতে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে নতুন বাজার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিটুন রায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।