জুমবাংলা ডেস্ক: বাড়ছে শীত। শীতের দাপটে উত্তরজনপদের সীমান্তঘেষা উপজেলা তেঁতুলিয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। টানা চারদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। নিম্নমুখী তাপমাত্রার কারণে বেকায়দায় পড়েছে শ্রমজীবী মানুষ।
বৃহস্পতিবার সকাল ৯টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস। এর আগে গত ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর টানা তিনদিন ধরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
ভোর-সন্ধ্যা-রাতে প্রচণ্ড শীত অনুভব হচ্ছে। দিনের বেলায় রোদ থাকলেও থাকে না তেজ। বিকেল থেকেই বইছে ঠাণ্ডা বাতাস। ঠাণ্ডা বাতাসে অনুভূত হয় শীতের প্রকোপ। প্রান্তিক জনপদের মানুষ শীত নিবারণে বাড়ির উঠোনে খড়-কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। সকালে কুয়াশা না থাকলেও কনকনের শীতের কারণে বেলা অব্দি শীতের গরম কাপড় জড়িয়ে থাকতে দেখা যায়। এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় শীতের প্রকোপ বেশি হয়ে থাকে।
শীত নিবারণে শহরের হাটবাজারের ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এদিকে বেড়েছে শীতজনিত নানা ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।
উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শীত বেড়েছে। বেশ কয়েকদিন থেকে ১০ এর নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সারাদেশের আবহাওয়া আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকবে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে এক মিলিমিটার ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ বাতাসের গতি উত্তর-পশ্চিম দিকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৬%। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ১৮ মিনিটে, আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৩৮ মিনিটে।
জেঁকে বসেছে শীত, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।