বাড়ি ফিরতেই আল্লু অজুর্নকে চমকে দিল মেয়ে আরহা

বিনোদন ডেস্ক: প্রাণঘাতি করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেও প্রায় ৪০০ কোটি রুপি ব্যবসা করেছে আল্লু অজুর্নের ‘পুষ্পা দ্য রাইজ’। বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে তামিল সিনেমাটি।

দক্ষিণী সিনেমা হলের এ চলচ্চিত্র বিদেশের দর্শকদেরও হৃদয় কাঁপিয়ে দিয়েছে। ছবির প্রধান অভিনেতা আল্লু অজুর্ন ও নায়িকা রাশমিকার সংলাপ, গান সিনেমাপ্রেমীদের মুখে মুখে এখন। নাচের স্টেপ নকল করে সোশ্যাল মিডিয়া আপলোড করছেন অনেকেই।

এদিকে পুষ্পার শুটিং ও এর প্রমোশনে ১৬ দিন বাড়ি ফেরেননি আল্লু। আর বাড়ি ফিরতেই তাকে চমকে দিয়েছে মেয়ে আরহা।

এতদিন বাবাকে কাছে না পেয়ে মন বেজার ছিল আরহার। তাই বাবা ফিরতেই আল্লু অর্জুনকে ভালোবাসায় স্বাগত জানায় আরহা।

মেয়ের ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে পড়েন এ অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করলেন আদরের মেয়ের সেই আবেগমাখা অভিনন্দন।

দুবাইতে বাড়ি ফিরতেই আল্লু দেখেন, মেয়ে আরহা ফুলের পাপড়ি সাজিয়ে সে লিখেছে— ‘ওয়েলকাম নানা’।

ইনস্টাগ্রামে সেই ছবি আপলোড করে আল্লু ক্যাপশনে লিখেছেন— ‘১৬ দিন বাইরে থাকার পর যখন ফিরে এলাম, তখন আমাকে এই বিশেষভাবে স্বাগত জানানো হয়েছিল।’

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

২০১১ সালে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন আল্লু অর্জুন। তাদের ঘরে দুই সন্তান। ছেলের নাম আয়ান আর মেয়ে আরহা। কাজের বাইরে পরিবারকে সময় দিতে দেখা যায় আল্লুকে। ছেলেমেয়ের ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

বলিউডে সিনেমা করতে যে শর্ত দিয়েছেন আল্লু অর্জুন

এদিকে ভারতের গণমাধ্যমগুলোর খবর— শিগগিরই বড় পর্দায় অভিষেকও হতে যাচ্ছে আরহার।