Advertisement
জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারদিন বয়সী নবজাতক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার মা-বাবা ও খালা আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ওই উপজেলার বসুরহাট-চাপরাশিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বসুরহাট উপশম হাসপাতালে চারদিন আগে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। শুক্রবার দুপুরে তাকে নিয়ে বাড়ি ফিরছিলেন মা-বাবা ও খালা। চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারে তাদের সিএনজির সঙ্গে বিপরীতমুখী আরেকটি সিএনজির সংঘর্ষ হয় এতে চারজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, স্থানীয়রা দুর্ঘটনা কবলিত সিএনজি দুটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে চালকরা পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।